অমোঘ আস্বাদনে হইনা স্নাত;
জীবনে প্রেম যখন প্রত্যাখাত।

হয়তো ভেসে বেড়াই নীল আকাশে
নযতো শুভ্র মেঘের ভেলাতে,
সোনালী সূর্যের নিয়ত স্পর্শে;
জাগি স্বপ্ন দেখা ঘুমের আবেশে।

বারো ঘন্টার তরে
সূর্যকে ফিরে পাই,
কিন্তু জীবনের হারানো বিশ্বাস
কভূ ফিরে না পাই!

আগুন জ্বলে
কিছু আগুন তুষের গাদায় নিভূ নিভূ,
কিছু আগুন ধপ করে নেভে কভূ।

হৃদয় দহনে কখনও হয়েছো স্নাত?
জীবনে বিশ্বাস যখন প্রত্যাখাত!

নাহয় বাউন্ডুলে হয়েই ঘুমাও এবার;
দরকার নেই কোনো হিসেব ভাবার।
কে বেশী ক্লান্ত পাঠক, কবি না কবিতা?
ভাবার নেয়না দায় ডিজিটাল জনতা।

সঙ্গীবিহীন অন্ধকার রাতের পাখীর শব্দ;
কজনের হৃদয় গহণ দ্বার করে স্তব্ধ?

আর স্তব্ধতার গান!
শুনে কেউ কি হয় দার্শনিক?
হৃদয় দহন প্রশমনে,
নিরবতা যেখানে আপেক্ষিক!