অতৃপ্ত আত্মা

চলতে চলতে
পথ শেষ হবে কভূ
জানি ফিরবেনা তবু..

একদা জ্বলন্ত সূর্যটা
দূরে বহূদূরে,
দিগন্তের ওপারে হারাবে;
দেখবে না সে সন্ধ্যাটা..
যখন ফ্যাকাসে চাঁদটা
লীন হয়ে যাবে আকাশে!

যেনো তপ্ত রোদ্রদাহে
উত্যোক্ত শকুনেরা,
খুঁজে পায় মৃত শরীর;
ছিড়ে ক্ষুরে করে সারা..
শুধু রয়ে যায় তার
অতৃপ্ত আত্মা!

তবুও তোমার প্রতীক্ষায়,
স্বহাস্যে দাফনের অপেক্ষায়;
শবের মতো পড়ে থাকে নির্বাক!