আত্মদীপ্তি

আপনারে দীপ করে জ্বালানোও
একপ্রকার আত্মশরণ।

আর মানুষের বিবেক?
সে তো মনুষত্ব,নৈতিকতা
মানবিকতার এক অপূর্ব সমন্বয়;
যার বাস শুধু কল্পনায়।

যদিও বাঁচি ইতিহাসেই;
খুজিঁ নানান স্মৃতি;
অতীতের দিনগুলো আজ
নিশিতে প্রদীপ ভাতি।
তবুও স্রোতের বিপরীতে
নয় অভিজ্ঞতা প্রযোজ্য;
শুধু দূর্বিনীত স্পৃহাই যথেষ্ট।

চুক্তি নাকি ভাঙার জন্যেই..
তাই গভীর মূল্যে কেনা
প্রেমের অভিজ্ঞতা
আজ মূল্যহীণ।