বিভ্রান্তি

অন্ধকারের গভীরতায়,
প্রদীপ নিভলে বুঝবে কদর ;
সময় পাবে কি করতে তখন  
আলোর সমাদর ?

বিবেচনা করো নীরবে
বোকামীতে থেকো না ডুবে ।
আধারে জ্বালাও আলো
প্রয়োজনে করো রুদ্ধদার ।

অর্বাচীন মূর্খতার ছায়ায়
যে দেশে মানুষ রয়
থানকুনী পাতার ভাবনায় !

যেতে চাই না
যন্তর মন্তর ঘরে;
মানুষ নাম নিয়ে যারা
মনুষ্যত্ব খুন করে !

রুদ্ধদারে প্রয়োজন মুক্তি
বিবেচনায় এড়াও বিভ্রান্তি ।।