বিহ্বল আবর্তণ

যদি বুঝতে পারো কখনও
তোমার করনীয় রোপন,
তবে নিজদায়িত্বে করো
এ ধরায় শাপ মোচন।

না চেয়েও হয়েছিলে
কারো মনেরও অনল,
এক সাগরে ভাসিয়ে
যারে করলে বিহ্বল!

বৃস্টির কাছে কাদঁতে শেখা
এ চোখে ভাসে কাজল,
তাতে কান্নার ভয় দেখানো
নয়কি কি তব হাল্কা ধকল?

পূনঃযাত্রার পূর্বে নবজন্মে নাহয়
অপূর্ণ সুখেই হবে বিবর্তন,
প্রত্যাশা ও প্রাপ্তির যোগসাজসে
কেটে যাবে এ পৃথিবীর আবর্তন।।