বিভাবরী

মেঘের পরে মেঘ আর না
বৃষ্টি আমেজে জগতের কান্না।

চৈত্রের খরতাপে কলিকালে
ভাঙ্গাচুড়ির শব্দ শুনি;
বিহ্বল মানসের হরষে
যাতনার উন্মাদনা!

কিছু কি হারালো আজ?
বিভাবরীর নয়া সাজ;
অসহিষ্ণু বিহ্বল,
হিয়া টলমল!

বোঝাপড়ার অমিল,
আগোছালো টানাপোড়ন;
আর হয়তো এ জীবনে,
স্বাধীনতায় সইবে না যৌথতা।।