আমার মেঘের জন্যে একটা আকাশ লাগবে
আমার বেসুর কে সুর মিলাতেও।
আমার আকাশ হবে তুমি?
হাজারো তারা চাই না আমি,একটা চাদঁ চাই
একটাই সূর্য থাকবে সে আকাশে
যেখানে নূরের দ্যূতি ছড়াবে মেঘ
যেখানে শ্রাবনের শুক্লারাতের হাসি অমলিন থাকবে
সেখানে তুমি হবে বৃষ্টি ভেজা জলছবির পটুয়া
স্বপ্নের ঘুড়ি ভেসে বেড়াবে অচেনা পথে আর
মেঘ হাসলে মনে হবে, স্বপ্নাকাশে ডানা মেলা চাতক!
বৃষ্টির তৃষ্ণায় সে চাতকের কি আহাজারী
প্রতিটি বৃষ্টির ফোটায় কি ব্যাথা!
ঠায় দাড়িয়ে থাকা মৃতবৎ পল্লবহীণ বৃক্ষের যে বাচাঁর আকুলতা
আমি চাই,আমার আকাশ তা অনুভব করুক
সেই হৃদয় দিয়ে, যা ঘড়ির সময় বা অনন্ত মহাকালেই বর্তমান।
আমার আমৃত্যু অসীম অপেক্ষা
ভালোবেসে বুক পেতে দেয়া সেই আকাশের তরে।