তুমি ভাসো অপার মুগ্ধতার রেশে;
ফুলের সুবাসে সুবাসিত আবেশে!
আপন ভূবনে ডুব সাতাঁর দিলে,
অবুঝ হৃদয়ে শান্তি কি মিলে?

ক্লেদাক্ত দুঃখ ভুলে হাসি খুশীতে
আপন ভূবনে ভাসাও জঞ্জাল তাতে

একাকী নিরব পথিক থাকে স্হির
পরাজয়ে যে জয়ী হয়, সেই হয় বীর

বটবৃক্ষ হয়ে ঝড়ের ঝাপটায়
ভাঙ্গে আপন ডাল,
হয় পাখীদের অভয়াশ্রম বা
ক্লান্ত পথিকেরে করে শীতল।

বিশাল মহীরুহকে তাই নিরহঙ্কারী হতে
আর পরম নির্ভরতার দায়ভারও হয় বইতে।