নিরন্তর সময়

হাজার মনের প্রশ্নোত্তর জানাই
পৃথিবীতে প্রেম বলে কিছু নাই।
আজ যেন আমি কোনো দূর গ্রহের বাসিন্দা
আকাশের রঙটাও তেমন অদ্ভূত ফ্যাকাসে

আমি একা;
একাই।
অসীম আকাশ
ওই আলোকময় সূর্য
মায়াময় চাঁদ
প্রত্যেকেই একা।
একা একাই ওরা স্বমহিমায় বৃহৎ
তাই নিজেকে ভেবোনা ক্ষুদ্র দ্বীন হীণ অক্ষম
করোনাকো আত্ম অসন্মান।

জেগে ওঠো
ভাবো, কোথায় সে পূর্ণতা
ব্যাথা যত গভীর, তত তার তীব্রতা
যদিও চলমান সময়ে নিজেকে সপেছি
তবুও ইতিহাস বর্তমান।

প্রেমের তীর্থে একাই তুমি
পূন্যতায় করো গঙ্গায় অবগাহণ।
অনুভবি মন যুঝে কষ্ঠিপাথরের দহন
তুমি কি দেখেছো নন্দনকানন
বা অমরাবতী?
দূরের নীরিক্ষণে বুঝিনা আমি।

পাপমোচনের কৃপাকাল অতিক্রান্ত
এসেছে আত্মশুদ্ধির সময় মোক্ষম।
শ্রুতিকটু স্বপ্নপ্রত্যয়
বিবেকহীন বিষন্নতা পোড়া রোদ্দুরে
পথ হারিয়েছো কোনো সমুদ্দুরে
ফিরে দেখোনি কখনও
আমি ছিলাম
বটবৃক্ষ বা শীতলপাটি হয়ে
শুকতারার বিদায়বেলায়।

নিঃসঙ্গ, একা কিন্তু নিরুদ্দেশ নই
সময় সর্বদা নিরন্তর বহমান।।