জীবন একটাই।
মরার আগেই মরতে চাই না।
নিজে সতর্কতায় বাচঁতে চাই
অন্যকেও চাই বাচাঁতে।
জয় হোক,  মানবতার জয়।।

শীতরাত্রি শেষে দোল আসেনি
এসেছে কতশত মৃত্যুময় মুহূর্ত
সারি সারি মরা নদীর কান্না।

তিনি মানুষের একার নন,
তিনি বিধাতা সকল প্রাণীর।

আবেদন কি মঞ্জুরিত হলো,
ডলফিন বা সাগরলতার?
হয়তো সাগর,পাহাড় বা বনের
দাবীকে তিনি যৌক্তিক ভেবেছেন।

টিকে থাকার জন্য  যারাই দু'হাত বাড়ায়,
বিধাতা তাদেরই আবেদন শোনেন।

সুন্দর  নীল আকাশে তাকিয়ে দেখো,
তাকাও পাখিদের আনন্দে;
পৃথিবী আজ মুখরিত দূরন্ত কোলাহলে।
সুনির্মল বাতাসে কি স্বস্তির নিঃশ্বাস!

পেছনে  ফেলে এসেছি মোরা,
দেবদারুর ছায়া, ঘন বনের মায়াময়তা;
অমানবিক স্পর্শে জর্জরিত প্রানীকূল।
তাদেরই আবেদনে বিধাতা হয়তো
মানবেরে পরীক্ষা দিলেন
আবারও টিকে থাকার!

প্রতিজ্ঞা করো,
টিকে থাকলে মন দেবে
পরিবেশ সুরক্ষায় আর
অন্য প্রানীদেরও করবে খেদমত।

সুতরাং, শক্তি নয়,
বুদ্ধি ও সতর্কতায়
বাঁচাও মানবের মানবতা।

পৃথিবী আবার ঝড় থেমে দেখুক,
ইতিহাসে কে সার্ভাইবেল ফর দা ফিটেষ্ট।

সামান্য এক কোষী প্রানী নাকি
সেই ঘর,;
যে ঘরহীন বাড়িতে
এখনও জ্বলেনি
কোনো নিরব নিঃসঙ্গ
যতন করা সোনার পিদিম!!