শুকতারার বার্তা

ফাগুনের  ঝিরি ঝিরি হাওয়া
স্বপ্নবাস্তবে আবার ভেসে যাওয়া..

শব্দ করো না,
নিশ্চুপ নিপুন নিথর;
শিমূল পলাশের স্তব্ধ ভূধর!

সন্ধ্যাকাশে শুকতারাটি
কিসের বার্তা বয়?

সহসা ফাগুন রাতে
বিজলী ছাওয়া চন্দ্রিমাতে
মধুক্ষনের এ কামনা..
জাগায় অমানিশায় পূর্নিমা।

বসন্তবৃস্টি মিশ্ররাগ তোলে
অপরাজিতার উদ্দীপ্ত সোহাগে
এলোমেলো হাওয়ায় ভালো লাগে
জীবনের ভীরু ভীরু স্বপ্নদোলা...
সফল হলো বুঝি মোর সাধনা।

আধাঁর ফুড়েঁ জাগে সেই
চির আশার আলো,
বসন্ত স্বর্ণালীসন্ধ্যা মিটায় যে
জীবনে আরোপিত সমস্ত কালো ৷