সর্ষেফুল

আজকাল মাঝে মাঝেই
চোখে সর্ষেফুল দেখছি,
এ কি অসুস্হ দূর্বল মনের প্রভাব
নাকি,ফেসবুক বন্ধুর ছবির প্রভাব;
ঠিক জানিনা।

যদি মরে যাই,
তবে এ আফসোসটাও
সাথে নিয়ে যাবো যে..

আচ্ছা, স্বর্গে নিশ্চয়ই এত
সর্ষেফুল থাকবে না..
ওখানে নেই যে কোনো
ব্যবসায়িক লেনদেন মার্কেটিং
নেই ছট কোনো হিং টিং!

বলোতো,শুধুই আনন্দের মাঝে কি
আনন্দ খুজেঁ পাওয়া যায়?
যদি তাতে দুঃখ না থাকে!

আমি কিন্তু স্বর্গে গিয়ে
আমার সব নিত্য নৈমিত্তিক
দুঃখগুলোকে খুব মিস করবো!

যদিও পেলে ম্যারাডোনা খেলবে..
স্বামীরা সব দুনিয়াদারীর আয়েশের পরেও
সত্তর হুরীর আবেশে মজ্জিত হবে!

আর আমি?
ডালের বড়ি শুকিয়ে
খোকার অপেক্ষায় সেখানেও
চোখে সর্ষেফুল দেখবো!