সতর্কতা ও পণ
                      
প্রকৃতি নিয়ন্ত্রণে
যখন  বাড়াবাড়ি,
আপন নিয়মে তখন
প্রকৃতিতে হয় মহামারি।

নদী ভরাট,পাহাড় কাটা,
কার্বন নিঃসরণে
ক্ষত বিক্ষত প্রকৃতি,
যেন প্রতিশোধেই খোঁজে
মানব হতে নিস্কৃতি।

কেমনে মানুষ বাচাঁয়
তার পঙ্কিল মনোরথ,
দূষণে অতিষ্ঠ প্রকৃতি
যদি হারায় গতিপথ!

প্রকৃতির দয়ায় বেঁচে যদি
না করি করুণা ভিক্ষা,
করোনাই যেন দিচ্ছে
মোদের উচিত শিক্ষা।

কবরও যেন হচ্ছে
সীমিত আকারে,
প্রকৃতির মাটিও যেন
চায়না মানুষেরে!

যদি থাকো বেচেঁ তবে
এবার করো পণ,
মানব করিবে না
প্রকৃতিরে আর জ্বালাতন!!