চিরল চিরল বিরল সরল বিহবল মন;
তরল গরল যবর দখল যখন তখন।

এ নয়তো অদম্য কোনো চর দখলের খেলা,
সময়েে প্রয়োজনকে কেমনে করি অবহেলা।

উপলব্ধির ঘড়িটা অবিরাম যেন দেয় তথ্য ভুল;
অকর্মন্য দেহটি মনের অসংযোগে তাই অপ্রতুল।

কালো অন্ধকার ঘেরা মুখের গভীর নিঃশ্বাস;
শুভতা হাড়িয়ে বহে অক্লান্ত অশুভ দীর্ঘশ্বাস।

কাচেঁর দেয়ালে থু থু ছিটিয়ে করি ঘৃণার প্রকাশ,
সুদূরে দেখা যায় মেঘমুক্ত অনাবিল সুনীল আকাশ।