মরণের পরে যদি মৃত্যু হয়,
বাঁচার পরে কেন জীবন নয়।
যুদ্ধের পরে যদি স্বাধীন হয়,
বিজয়ের পরে কেন মুক্তি নয়।
হাঁসির পরে যদি আনন্দ হয়,
কান্নার পরে কেন দুঃখ রয়।
পাপ না করে যদি অপরাধী হয়,
পূণ্য করেও কেন সাধু নয়।
পয়সা থাকলেই যদি ধনি হয়,
বিদ্যা থাকলেই কেন বিদ্বান নয়।