দু'চোখ বন্ধ করে, হচ্ছ তুমি অন্ধ,
দু'নাকের ছিদ্র ভোরে, নিচ্ছ না তো গন্ধ!
মানব হত্যা কল, ঘরে বাইরে যুদ্ধ,
তা দেখে আমার বিবেক, হচ্ছে কি রুদ্ধ?
হরদম চলছে তাণ্ডব-নির্যাতন-দাবানল,
ঘৃণা-ক্ষোভ-রাগে, ঝড়ছে আঁখি-জল।
প্রতিবেশির হুংকারে যদি চলে নিষ্পাপ হত্যা,
কী করে রয় টিকে, তব মানবতার সত্তা?
আমৃত্যু এক দলের পরিচয়, সংখ্যালঘু,
আজন্ম আমি তুমি, কুকুর কামড়েও সাধু!
আজ নেই অভিমান, নই আমি ক্রুদ্ধ,
কামনা শুধু, থেমে যাক যুদ্ধ, হৃদয় হোক পরি-শুদ্ধ।