শুকরিয়া করি আমি কেমনে
নিয়ামতে ভরা এই জাহানে।
তোমার সৃষ্টিলিলা যদি একবার দেখি
মাথা নত হয়ে যায়, ধরে আসে আখিঁ।
তাসবি জপি আমি আপন মনে।


পাহাড় আর পর্বতে ঘেরা নিলাভূমি
পবনের শীতলতায় ঐশি বাণী,
নিয়ামতে ভরা এই জাহানে
শুকরিয়া করি আমি কেমনে।


শিশুদের হাঁসিমাখা মুখে, যে মধু থাকে
মালিকের দরবারে, বারে বারে ডাকে,
কালিমার ঘোষণা গানে গানে,
নিয়ামতে ভরা এই জাহানে
শুকরিয়া করি আমি কেমনে।