আমার কথা আমি কেন বারে বারে ভাবি?
অন্যের কথায় কেন দিলে লাগে চাবি?
নিজেকে মানুষ জানি, তোমাকে কেন জানোয়ার?
আমার বিচারালয়ে মুক্তি আমার, সাজা কেন তোমার?
তোমার ধন করে চুরি, পাই আমি পাড়
আমি হই আমির-ওমরা, তুই পিছু ছাড়।
মানবতার গলা টিপে আমি মনুষত্বকে বধ করি
কোন কথা বললেই কারাগারে তোমায় ভরি।
আমার বিচারে আমি হলাম মহারাজা
প্রজাদের বলতে বাধ্য করলাম, জামানার শ্রেষ্ঠ খাজা।
চারি দিকে আমার কত নাম ডাক,
অন্যায় করেও আমার মুরিদ ঝাঁকে ঝাঁক।