খোকা-খুকির দুই চোখে, নেই কোন নিদ,
রোজার পরেই বছর ঘুরে, এসেছে মজার ঈদ।
হাঁসছে আকাশ, হাঁসছে বাতাস, হাঁসছে সবার মন,
হাঁসছে ধনি, হাঁসছে গরিব হাঁসছে মুমিনগণ।
সবার আজি নতুন জামা, মজার মজার খাবার,
সব বাড়িতেই নিমত্রন্ন, খোলা সবার দুয়ার।
এসব দেখে খোকা-খুকির নেইতো খুশির সীমা,
বলছে ডেকে প্রতিদিনই ঈদ, হয় না কেন? ওমা!
নামাজ পড়তে ঈদগাহে, যাব আমি দাদুর সাথে,
দিব সালাম সবাইকে, দেখা হলেই পথে।
হাঁসি-খুশির মধ্যে দিয়ে ফুরিয়ে আসে ঈদের দিন,
ভাবছি বসে রোজা শেষে, হলাম কি আমি খাঁটি মুমিন?