শ্রাবণ মেঘের কোলে
গাছে গাছে কদম দোলে।
নদ-নদী খাল-বিল ভোবা ভরে,
ঝাঁকে ঝাঁকে চাঁদা-গুড়া শোল-বো'ল চরে।
যদি আরো একটু কাছ থেকে, দেখ ভালো করে,
বর্ষার সংগ্রামী জীবন আসবে, তোমার নজরে।
খানিক বাদে বাদে আসে, জলের ঢেউ
লাগে বৃদ্ধ মায়ের শোবার ঘরে, দেখছ কী কেউ?
চারদিক পানি আর পানি, নাই রান্নাবান্না
ঘর দোর সব তলিয়েছে, এবারের বন্না।
কি করি কী খাই, কোথায় যাই,
মরি বাঁচি ঠিক নাই, কই দাড়াই।
উযান হতে কেউ যদি, কর কিছু দান,
হয়ত বাঁচবে কিছু , অসহায় প্রাণ।