দেখিতে দেখিত করিলাম পার কতটা দূর,
ভাবিতে ভাবিতে পাইলাম না সাম্যের সুর।
আজ চোরকে করি ভক্তি, সাধুতে বিরক্তি,
টাকাতেই শক্তি, টাকায় পাই মুক্তি।
সময় যত চলে,  মনটা নামে মলে,
আনন্দ যেখানে ঠকালে, মানবতাটা মৃত্তিকা তলে।
বাড়ে বয়স, কমে যায় বিবেক,
দুকথা শুনলে ধরে না আবেগ।
চাই ভালো, দেই মুলো,
কারো বিপদে কানে তুলো।
মানুষ মোরা বড়ই বৈচিত্র,
সুযোগ বুঝে নেই চরিত্র।।


২৪ তম জন্মদিন উপলক্ষে সৃতিচারণ মূলক রচনার প্রয়াস।