আমার আছে লাল পাখি,
রোজ ভোবে জানালায় দেখি,
দেখতে সে যে কত সুন্দর সৃষ্টি,
নিমিষেই কাড়ে সবার দৃষ্টি।


একদিন এসে আমায় বলে,
আঁখি কেন ভিজল জলে?
কে দিয়েছে বকা?
কাঁদছ কেন একা?


বসে আছি, দুদিন বাড়ি,
হয়েছে তাই সবাই আড়ি।
যখন আমি ছবি আঁকি,
স্কুল দেই রোজ ফাঁকি।


সব শুনে বলল সে,
মোটেও উচিত হয় নি যে,
আঁকতে গেলেই ছবি,
থাকতে হবে ঘরে বসি!