আমি মানবতাবাদী, করি না কারও ক্ষতি,
শুধু ভালো লাগেনা কামার, কুমার, কৃষক-তাঁতি।
নিজের খাই, নিজের পরি, মানবতার জন্যে লরি,
রিকশা ওয়ালার গলায় দড়ি, মাঝে মাঝে একটু ধরি।
জ্যামের জন্য করতে পারিনা, ঠিকমত কাজ,
ঘণ্টার পর ঘণ্টা, সবুজ সঙ্কেতের জন্যে বসতে নাই লাজ।
কারণ আমি আইন জানি, আমি মানবতাবাদী,
তবু গেট খুলতে একটু দেরি হলেই, ফাটাই দারোয়ানের বুকের-ছাতি।
বাড়িওয়ালা হয়ে করতে পারি না ধৈর্য ক'দিন,
স্কুল ফি ক্ষমা চেয়ে, জোড় গলায় পড়ি আমিন।
আমি মানবতাবাদী, আমার সাথে কার তুল্য,
যেখানে যাই, ''সাহেব বলে'', সবাই দেয় মহা মূল্য।
রেস্টুরেন্ট বা হোটেল গুলোতে, ভাত ডাল যাই খাই,
ওয়েটার দের হাতে বকশিশ দেয়ার জুড়ি নাই।
রাস্তা-ঘাটে যখন দেখি, আমায় দেখে ডাকছে, ব্যাটা মূর্খ ভিখারি,
মুখ বুজে ওপথ থেকে, পালাই তাড়া-তাড়ি।