দীর্ঘ এক মাস পরে,
গ্রন্থ মেলা শেষ ওরে।
নবীন প্রবীণ মাঝে,
দেখেছি সকাল সাঁঝে,
শত শত জনগণ,
সবার বাঙালি মন।
পিছন ফিরে যদি দেখি
জলে ভিজে উঠে আঁখি।
চলে যায় প্রতি বছর লেখক-কবি
বাঙালি হারায় এক এক রবি।
বছর ঘুড়ে ফিরে আসে মেলা,
জানি না কার জন্য, শেষ বেলা।
যত দিন থাকবে বাংলা
বই মেলা জারি রেখ আল্লা।