রাতের আকাশের চাঁদ তুমি।
হিম্মত থাকলে বলতাম আমি;
মানবে কী? আমায় প্রেমী।


সুখে দুখে রাখবে পাশে,
ললাট ছুঁয়ে ভালবেসে।
তাজ হয়ে আলো দিব,
নাজ' হয়ে জেগে রইব।


মিলন কালে হবে কথা,
তারি লাগি বসি যথা'।