ঘুম থেকে উঠেছিলাম সেই একবার
যখন স্বপ্ন ভাঙার টুকরো গুলো ছড়িয়ে ছিলো বাস্তবে, রক্ত নেই তবু তীব্র যন্ত্রণা ছিলো,
খণ্ড গুলো সবই এলোমেলো কিছুতেই জোড়া লাগে না, একটা ক্ষত একটা গভীর দাগ,
উফ! কেন, কেনো এতো তৃষ্ণা?
তোমার চাহিদা কেনো এতো তীব্র?
মৃত পাথরে প্রাণ ! কান পাতলেই
একটা দীর্ঘ নিশ্বাস ..... ভালোবাসা,
চোখ ঠোঁট সবকিছুতেই প্রবাহমান তৃষ্ণা,
আচ্ছা তুমি কি উষ্ণতা, নাকি শীতলতা;
আমি অস্থির চিত্তে বারবার বুঝতে চাই তোমাকে, বলতে পারো একই মুক্তি
নাকি আবদ্ধ আর্তনাদ!!!