জীবন যখন স্রোতের টানে
       ভেসে যায় দূর সমুদ্রের পাড়ে
        ভাবতে পারিনা তুমি নেই পাশে;


অবাক লাগে! কী ছিলাম আর কী পেলাম,


      সমুদ্রের মতোই তুমি বিশাল, বিস্তৃত,
     তার মধ্যে ভেসে থাকা ক্ষুদ্র নৌকা
              হলাম আমি,
       বিশাল সমুদ্রের বুকে ছোট্ট একটা
        জায়গা জুড়ে আমার অধিকার,


     সমুদ্রে ঢেউ নিমেশে নিশ্চিহ্ন করে দিতে
     পারে যার অস্তিত্ব; হয়তো ভগ্নাশেষ
      পড়ে থাকতে পারে বালুকা তটে.....


       সমুদ্র সবই ফিরিয়ে দেয় একদিন
           কিন্তু সে জানতে পারে না
   ক্ষুদ্র নৌকাটির গায়ে এখনো লেগে আছে
       নোনা জল,  লেগে আছে
            তার শরীর মস্তিষ্ক আর হৃদয়
                           জুড়ে......!!