মতামতের উড়ো ঝড়ে আসর সরগম,
কবি পাঠক বেজায় কৃপণ দেয়না কিছুই আর,
এতো এতো মতামতে শর্ত হরেক রকম,
দু-কথাতে মিলবে না সুখ, নিয়ম বাঁধা হবে,
বড় বড় সীমাছাড়া দেবে মতামত
তবেই হবে কবি আর কবিতার ওজন!
একটু পড়ে বা
না পড়ে, যদি দেও কিছু
তাহলে এই আসরেতে মাথা হবে নিচু,
এমন কোথাও কেউ দেখেছো মনের ভিতর ঢুকে
পড়ছে না কেউ কবিতা তবু দিচ্ছে উজার করে,
সবাই শোন মনটি দিয়ে এই অকবির কথা,
মতামতের থেকেও বড় আনন্দেতে লেখা,
মনের সব উজাড় করে পাতায় তোল ঢেউ
নিজের মনের পাখিটাকে আটকে রাখে কেউ?
জন্ম যখন তুমি দিলে, তোমার কাছে দামী,
কারোর মনে কি আছে তাই জানবে কেমনি,
কবি পাঠক দৃষ্টি স্বাদে ভিন্ন ধর্মী যেনো
হাতের পাঁচটা আঙুল কখনো সমান হয় না গো,
সবকিছু ভুলে গিয়ে কবিতায় থাকি
কবিতাকেই নিয়ে বাঁচি
কবিতাকেই ভালোবাসি......।।