বাহির হতে দেখেছিলাম তারে
এক প্রস্থর খণ্ড, সঞ্চারিত প্রেমে
আজ সে যৌবন নিকুঞ্জে চঞ্চল
উত্তরীয়, রঙিন পাতায় স্বপন তরী
বেঁধে অবাক চোখে খোঁজে সে বরণমালা,
তারি লাগি হয়েছি পাগল পারা.......


মনের ভাষায় কপোত কপোতি,
ভালোবাসি ভালোবাসি সাঁঝের তারা
মোহন বাঁশি, প্রাণের খোঁজে প্রাণ পিয়াসি
মিশেছে তার প্রাণে.......


চোখের চাওয়া দোলায় এ মন, পরশমণি দিনের স্রোতে নিমেষের তরে
এনেছে প্রভাতে, মন পথ আজ উন্মুক্ত তোমার হৃদয় মাঝে,ক্ষতি কি যদি ভেসে যায় দিন সুখরজনীর মাঝে......


ঘুমের ঘোরে আঁধার ঘরে জীবন মরণ ধারায়
তোমার পরশে চিরবিরহিনী সুখ শয়নে ভাসে
এসো মোর প্রিয় নবপ্রেমজালে থাকি কাছাকাছি, মিলনরসের শ্রাবণধারায়
গোপন বিরহ জাগে, আজি হতে হোক
শুরু এ কাহিনী অমর প্রেমের কথা
আমি আর তুমি মিশে আছি এক অমৃত স্রোত ধারা..........!!