অনুভব দিয়েই হয় আমার সূর্যোদয়
অনুভবেই হয় সূর্যাস্ত;
অনুভবে পথ হাঁটা তোমার হাত ধরে,
অনুভবে সাজানো ঘরে
তোমার উপস্থিতিটুকুও ছড়িয়ে দেয় অনুভব,
অনুভবে থাকে সুখ
অনুভব ছেঁয়ে যায় অভিমান,
সমান্তরাল পথে মিলনের ভেদাভেদ সরিয়ে
রয়ে যায় অনুভবের প্রেম,
মরণ বাঁচন চিন্তার বিহঙ্গ ডানা কাটা
তবু, আকাশে উড়ে চলে অনুভবে,
অনুভবে চাওয়া, অনুভবে পাওয়া
অনুভবে স্বপ্নের রেশ; অনুভব দেখা না দেখার স্রোতে অন্তহীন আত্মপ্রকাশ,
তাই আমি অনুভবি, অনুভব ছুঁয়ে
আমার সকাল বিকাল রাত্রি......!!