আমার দুয়ার যে রাতে বন্ধ ছিল
তুমি এসেছিলে মানভঙ্গের প্রস্তাবে;
আমি দেখেছিলাম চরণ দুখানি
পদ্মের ন্যায় বিস্তৃত, প্রণাম রেখেছিলাম মননে; হৃদয় ছোঁয়ার অবকাশ পাইনি,
আমার সবটাই তোমার দান;
হৃদ স্পন্দন হতে এ জীবনের শেষ মুহূর্ত;
আমি ভগবান দেখিনি
অনুভব করে তোমাকে ভগবান করেছি,
আমার নব জন্ম এতো শুধু তোমার জন্য,
সৌন্দর্য তোমার দৃষ্টির  আবেশে;
ভাবনার গভীরতা তোমার চোখের গভীরতায়
সীমাবদ্ধ; এ কেমন প্রেম?
অন্ধ মনের বিশ্বাসে শুধুই তোমার পটচিত্র,
সাতজন্মের ঊর্ধে আমার গাঁট বন্ধন!
শুধু তোমাকে পেয়ে, আমার ভালোবাসা ইতিহাস রচনা করে না, রচনা করে ভবিষ্যত্
              সীমাহীন ভবিষ্যত্......!!