ঘুম ভেঙেছে সময়ের দরজায়
পাথরের বুকেও প্রাণের স্পন্দন,
সন্ধ্যামালতীর গা বেয়ে প্রদীপ
আজ তুলসী মঞ্চের শোভা ,
আলতা পায়ে চুল এলিয়ে
চলেছে সৌন্দর্য্য, সৌভাগ্যের সিঁদুর
তার ললাট স্পর্শ করেনি কোনদিন,
রাঙিয়েছে শুধু মন; রূপের কাজল
গোধূলীর শেষে নেমে আসা অন্ধকারের মতই
দৃষ্টিতে এনেছে গভীরতা;
কণ্ঠে তার মেঘমল্লার গান
সেতার আজ তরঙ্গায়িত
উত্তাল সমুদ্রের ঢেউ,
চাঁদ আজ মাটির বুকে
বিচ্ছুরিত আলোকের উত্সবে,
হোক না সে কলঙ্কের ভাগিদার,
তবু ভালোবাসা কবির মনে
পূর্ণিমার চাঁদ !!