লক্ষ্য যাই হোক
আমি অবাধ্য পাখি,
ডানার পালকে বৈষম্য রাখিনি কোনদিন;
অমৃত উজার করে  আকাশের সাথে
জমিয়েছি ভাব,
আকাশ দিয়েছে মুক্তি,
আমি ছুঁয়েছি হৃদয়, চাতক দৃষ্টিতে নিষ্পেষণ করেছি
ভালোবাসা; বিপরীত হাওয়ার স্রোতে মেঘ কে বহন করেছি প্রাণের স্পন্দন এ,
মাটির গন্ধে  অসহিষ্ণু বৃষ্টির ঢল,
যন্ত্রণার সাগরে নদীর মিলন;
সবটুকু শুষে  উঠেছি সূর্যের কিরণ হয়ে,
শুধু তোমাকে পাওয়ার নেশায়;
একটুকরো  ইচ্ছা দিও চোখে
উন্মুক্ত ক্যানভাসে রং ছড়িয়ে দেখতে চাই ভবিষ্যত!
অযাচিত, নিশ্বাস বেয়ে রক্তে মিশছে  উষ্ণতা,
আমি তোমারই নায়িকা ।