কাব্য চিন্তা নিয়ে ঘর ছেড়ে ছিল শব্দেরা
অলিগলি থেকে  শহরের রাজপথ,
হৃদয়ের দুয়ারে কখনো কুড়িয়েছে অপমান
কখনো সম্মান; কখনো  অবহেলিত দৃষ্টির তীক্ষ্ণ বান,
তবু শব্দেরা উজার করেছে ভালোবাসা;
শরীর থেকে নিংড়ে সাজিয়ে তুলেছে  রাগ অভিমান
যন্ত্রণা ভালোলাগা ভালোবাসা থেকে প্রতিবাদ,
একটা কবিতা লেখার  উদ্দেশ্যে !
না, না শুধু কবিতা নয়; একটা পরিপূর্ণ কবিতা;
শব্দের পা রক্তাক্ত ; শরীর ভিজেছে ঘামে,
তৃষ্ণার্ত চোখ দুটো ছলছল করে উঠছে বারবার,
কোথায় সে; বছরের পর বছর ধরে ক্লান্ত দেহ
টেনে ছুটে চলেছে, নিশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছে,
শিরা উপশিরা দিয়ে অস্থির নোনা তরঙ্গ;
আকাশের  উপর সূর্যের তেজ  বাড়ছে;
আশার সিঁড়ি বেয়ে  প্রতিজ্ঞা বদ্ধ মন ছুটে চলেছে;
একটা পরিপূর্ণ কবিতার সন্ধানে!
কবিতা; শব্দের  একাকীত্ব ভেঙে
একবার  আলিঙ্গন করো
পরিপূর্ণ  হোক জীবন
বেঁচে  উঠুক শ্রেষ্ঠ কবি ......   ।।