যেতে যদি নাহি দাও
তবু যেতে হবে একদিন,
মুক্ত হবে বাঁধন যত
শেষ পাতাটি ঝরবে যখন,
নিশিত রাতে তারারা সব
কাঁদবে বাদল ধারায়,
যেতে যদি নাহি দাও
তবু যাত্রা হবে একবার,
যাওয়ার বেলায় ফুলের রাশি
মরণ সাগর , বাজবে বাঁশি
শ্যাম তরে মিলন মেলায়
মিশবে ছায়া তার,
কান্না হাসির বেচাকেনা চুকিয়ে দিয়ে
সব বাহানা ,অচিন পথের যাত্রী হবে
আলোকজন্ম তার; নব প্রেমে ক্ষণিক মরণ
তৃষ্ণার শেষ নাই;
যেতে যদি নাহি দাও
যেতেই হবে একবার.......!!