সময় বড়ো বিচিত্র
পথ চলতে শত সহস্র সেকেন্ডের নিশ্বাস,
তার মধ্যে কিছু নিয়েছি ; কিছু মিশিয়ে দিয়েছি বাতাসে! দৃষ্টির  ভারে নুয়ে পড়া চরিত্র গুলো
হৃদয়ে বহুবার নতুন নতুন  আবেগ দিয়ে বেঁধেছে ঘর; আমি অফুরন্ত ভালবেসেছি;
রক্তের ভেতরে তার টাটকা  অনুভূতি;
তোমার চোখের গভীরতা আমাকে নামিয়েছে নীচে;
তলহীন  অন্ধকারে হাতে তুলে নিয়েছি স্মৃতির শ্যাওলা; শরীর নয়, মন  ভেঙেছে;
গিরগিটিরা ওত পেতে থাকলেও;
আমি বদলে যায়নি ,
তোমাকে  হ্যা তোমাকেই সামনে রেখে
কুড়িয়ে চলেছি নিশ্বাস;
অবান্তর স্বপ্ন সাজিয়ে .........।।