সূক্ষ্ম ভাবে হৃদয়ের খুঁটিনাটি,
কোথাও এক চিলতে রোদ
কোথাও বা কালো মেঘের  আচ্ছাদন,
রোজ ভোর রাত শেষে;


নিয়ম করে সমুদ্রের তল খোঁজার চেষ্টা
ডুবছে  ঐতিহ্য, ডুবছে সংস্কৃতি,
ডুবছে সমাজ.......


তুমি আমি প্রেমের ভেলা চড়ে
সাত সমুদ্র তেরো নদীর পাড়ে ,


যখন  ঘুম ভাঙলো
আমি অদৃশ্য  অনুভবে বুঝলাম
তুমি নেই।।