প্রিয়,
এবার একটু বিশ্রামের পালা
হেঁটেছি অনেক পথ
করেছি নিজেকে ক্ষত বিক্ষত
ভালোবাসার অন্তমিল খুঁজতে
হারিয়েছি নিজেকে তোমার মাঝে বারবার।
কথা দিয়েও কথা রাখিনি আমি
তোমার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব
আজ বড়ই গোলমেলে লাগে আমার,
পারিনি সম্পূর্ণ রূপে নিজেকে
সমর্পন করতে , তাই তো দিন শেষে
শূন্য হাতে ফিরছি ঘরে........
কবি গুরুর সেই কবিতার লাইনটা
বারংবার মনে পড়ে যাচ্ছে আজ
"তোমায় কেন দিই নি আমার সকল শূন্য করে?"
সবটুকু দিলেই তো সবটুকু পাওয়ার আশা করা যায়,
তোমাকে আজ খুব দেখতে ইচ্ছা করছে
জানিনা এই ইচ্ছেই আমার শেষ ইচ্ছে কিনা
অনেকবার একটা কথা বলতে চেয়েছি তোমায়
পারিনি বলতে, আজ শেষ বেলায় বলতে চাই
তোমাকে না বলা অনেক কথা....
আজো ততোটাই ভালোবাসি , আগে যেমন বাসতাম
হৃদয় জুড়ে আছো তুমি, তোমার কথায় ভাবতাম।
তোমায় লেখা চিঠি দিয়েই কবিতা আমার সৃষ্টি
একশত তে পা রাখলো নিরঝরার সৃষ্টি॥
                          
      ইতি
নিরঝরা