আজো একবার হারাতে চেয়েছিলাম নিজেকে
তুমি তুমি গন্ধটা আবেশিত করেছিল আমাকে,
বেশ কিছুটা বাঁচার নেশায় হাঁটতে চেয়েছিলাম
অনেকটা পথ, খোলা বাতায়নে নিয়েছিলাম নিশ্বাস ,
হাজার মানুষের ভীড়ে খুঁজে ছিলাম মনুষ্যত্ব।
আবারও আমি একবার বাঁচতে চেয়েছিলাম
জানিনা তুমি বুঝেছিলে নাকি! অতীতে ফিরতে
ইচ্ছে করে বারবার..............
কিন্তু কেন এই সেতু বন্ধন? কি সে?
কি তার আত্ম পরিচয়, আমার অস্তিত্বের
প্রতিবিম্ব , তোমার হৃদয়ে ছাপ ফেলেনি
কোনোদিন ! সত্যি করে বলনা
বিষ পান করা নীলকন্ঠ, জলন্ত বারুদ
এরাও কি বুঝেছিল আমার চাপা কান্নার
আওয়াজ , না কি শুধুই সে ছিলো আমার
বিবেকের দংশন, আমার প্রতিবিম্ব ..........॥