অল্প আলোতেও নেই কোনো
বাহারি রঙ.....
পথের শেষ প্রান্তে তোমার
কিছু স্মৃতি, আজ ছড়িয়ে
আছে ধুলমাখায়.....
মনে হয় এক একটা যুগ
কেটে গেলো অবান্তর
অদৃশ্যদিন বলতে চায়না
আর কোনো কথা,
ভেবেছিলাম আমি পারবো,
পারবো ভালো রাখতে তোমায়,
এবারও মিথ্যা হয়ে গেলো
প্রতিশ্রুতি .......
অবুঝ মন ছুঁতে পারলোনা
তোমাকে, তাই তো নিস্তব্ধতা
নেমেছে আমার সৌন্দর্যে
আজ যে বড়ই কুত্সিত আমি
তাই হয়েছি তোমার
অস্পৃশ্য নিহারীকা।।