জমাট বেঁধেছে মন
পথ পেরিয়ে চাহিদার হাত
ছুঁয়ে গেছে তোমাকে; আজ শেষ বিকেলে
আমি স্বার্থপর; বিষ দিয়ে
পরমায়ু চেয়েছি তোমার
তুমিতো নীল কণ্ঠ আজ
প্রতিবাদী কবিতার
সুর বদলে আবার কলম ছুটছে
তোমার দিকে; ঘুম ভাঙা দুপুরের
বালিসে ; গল্পের বইতে
খুঁজে পাওয়া তোমাকে
ছড়িয়ে দিয়েছি কবিতার শরীরে,
উন্মুক্ত করেছি আমাকে
তাই তো স্বার্থপর আজ শেষ বিকেলে
সূর্য ডুবছে,  তারারা
আঁকড়ে ধরেছে আকাশের বুক
তীব্র গরল আসতে আসতে
ভালোবাসছে অবয়ব
অন্ধকার; চতুর্দিকে শুধু অন্ধকার
তবু কলম ছুটছে তোমার দিকে
অবান্তর স্বপ্নের হাতে
রক্তের বদলে মিশেছে মদিরা
নাটকের শেষ
আমি স্বার্থপর; স্বার্থপর তোমার জন্য
নিংড়ে নেবো সবটুকু ভালোবাসা.......!!!!