ভাবতে ভাবতে পার করেছি কয়েকটা উপত্যকা
সময় ফেরেনি; হয়েছে অতীত, বোধকরি
এর টানেই ভবিষ্যত হারিয়েছে পথ,
অপেক্ষার পূর্বাভাস জেনেও ভালোবেসেছি....
চাহিদা ছিলো সহমরণের!
চিতা জ্বলছিলো; দূর থেকে ভেসে এসেছিলো
মড়া শকুনের গন্ধ; সারা গায়ে  তখন বাঁচার তাগিদ


তোমার সামনে যখনই গেছি
হয়েছি নির্বাক; ফ্রেমে বন্দী
স্মৃতি গুলো ঝাপসা প্রেম
হয়ে পাঁজরের  তলায় জমাট,
হৃদয় ভাঙার শব্দটা
ভালোবাসা হয়েছিল এক মুহূর্তে......
আমি তখন অবাস্তবের হাতে
সাজিয়েছি সংসার;
ভাবিনি;শুধু ভাব সাগরে ভাসিয়েছি জীবন তরী
একটানা একটা পথ! উঁচু নিচু সমতল আবার ভঙ্গুর
অনুভূতি ছিলো, ছিলো ইচ্ছার পাখনা
শরীর ভেদ করে বেরিয়ে ছিলো লোভ
নিংড়ে নেওয়ার স্বপ্নে
স্বার্থপর দৈত্যের বাগানে তোমাকে
করেছিলাম গোলাপ, আমার হৃদয়ের......


সংজ্ঞাহীন রসায়নে বাস্তব চিতার
আগুন দৃষ্টির অগচরে
পুড়িয়েছে সময়, তাই তো জ্বলছে চিতা
শরীরে তখন বাঁঁচার তাগিদ,
মাংসপিণ্ডে অক্ষম অক্সিজেন
তখনও বলছে ভালোবাসি,
ভাবনা ছিলো সহমরণের
আকাশ পথে রথের ভ্রমণ আজ
স্তব্ধ; চিতা এখনও জ্বলছে
শুধু পোড়েনি অস্থি , ভালোবাসার টানে
স্মৃতির সেল্ফিতে আজও
দগদগে ঘা; পোকা ধরা নিঃসঙ্গ রাত
ভোলেনি, ভোলেনি ভালোবাসার গন্ধ
তাইতো স্মৃতির আড়ালে আজ
বাঁচার তাগিদে পুড়িয়েছি বাস্তবের
তাসের ঘর;তবু ভাবিনি,
ভাবিনি কোনোদিন; ভালোবাসতে তোমায়......!!