বিকেল শেষে অবেলার সূর্য
মোবাইলে স্তব্ধ লোকালয়,
তুমি গতিশীল আমি ঠিকানাহীন
গল্পের পাতায়, কান্নার আওয়াজ
মিশে গেছে ব্যাস্ত শহরের রাজপথে


স্বপ্নে মাঝে মাঝে তোমার ঘুম চোখের
হাতছানি কেন তুমি এলে না
তোমাকেই খুঁজি আমি..........


বারান্দায় দোলনাটা অবহেলায়
দুলছে, শুধু দুলছে
স্মৃতির আমরা; বলছে কি জানো....


কোন দেশে কোন সাগরে
কোন নীল আকাশে
তোমার ছোঁয়া  ঘুম ভাঙায় আজ
স্বপ্ন মাঝে...........


ব্যাস্ত শহর, হিসেবের যান চলছে
তোমার টাইম স্টার্ট নাও...
ছুঁটে চলো পেছনে ফেলে আসা
অতীতের ঘুম শেষ!
শেষ....
হা হা হা হা


স্বপ্নেরা তবু বাঁচে
তোমার মন ছুঁয়ে হেঁটে গেছে
কেন রোজ রাতে আসনা তুমি কাছে


দিনভর , চরিত্র কতশত কথা বলে
ঘামে ভেজা ঠোঁটে এঁকে যায় শতাব্দী
তবু দূরে বহু দূরে
আকাশটা হারিয়েছে বহুতলে


ও হো হো হো
স্বপ্নে তোমার গান গাই
নেই শুধু, আনমনা বিকেল
তবু তোমাকে চাই...........তোমাকে চাই


শুধু তোমাকে চাই........!!