ভেজা পথে আজ অপেক্ষা
তোমার জন্য; জানলার
বাইরে মড়া চাঁদ
ঠিক আমার মতোই
মৃত; বাতাসে পোড়া গন্ধ


গন্ধটা শরীরের নয়, গন্ধটা হৃদয়ের;
পুড়ছে! কাঁটা তারে ক্ষত বিক্ষত
মনে একটা গভীর চিহ্ন....


রক্ত দিয়ে সিঁথি এঁকেছিলাম
এক নিবিড় রাতে
বন্ধ দরজায় , ক্যাকটাস আজ
বিবর্ণ !
ফুল ঝরেছে; সবুজ পাতায়
ধরেছে কাল রোগ


ভেজা পথে একরাশ কাদা
তবু অধরে আজ উষ্ণতা
ছড়িয়ে তোমার জন্যই
অপেক্ষা.........


সেই তুমি; এ জীবনে যার স্পর্শে
কোনোদিন ভোর হবে না;
বসন্ত উঁকি দেবেনা
হৃদয়ের গভীরতায়!
তবু অপেক্ষায় বৃষ্টি ভেজা পথে.........
অনন্ত কাল....!!