একটা ভগ্নাংশের ওপর দাঁড়িয়ে
জীবন; কাঁচে গড়া স্বপ্ন বুকে করে
হেঁটে চলা, অথচ সারা পৃথিবী
হয়ে উঠেছে পাথর; ভাঙা হৃদয়ের
আওয়াজ শব্দ দূষণের মতোই
অহরহ.......


সকালটা চায়ের টেবিলে
কাগজের খসরা,
মরণ কামড়ে জেগে ওঠা শহরে
তোমান আমার জিওমেট্রী
জৌলুশ হারিয়ে বেডরুমে বন্দী


বারান্দায় পাখিদের বদলে
গজিয়ে উঠেছে ক্যাকটাস
আজ বাতাসে কার্বন ডাই অক্সাইডের
খাতির যত্ন ভুলেছে অক্সিজেনকে


আমরা জীবনদায়ী, তোমার ফুসফুসে
আগে নিকোটিন দিয়ে পরে মলম লাগায়
ঘা টা দগদগে; তবু মোনালিসার হাসিতে
রাত্রি যাপনের ফাঁঁদ খুঁজি........


বোধহয় এটাই কেমিস্ট্রি!
জীবন ভগ্নাংশের ; তবে যোগ নয়
বিয়োগ; একটা জন্মদিন শেষে;
আবদ্ধ পায়রার দলে আজ
ঘুঘুদের বাসা উধাও;


সকালটা রোজ আসে
জ্ঞান পাপীদের ঘরে
রোজ রাতের পরে
চকমকি আলোর রসনায়
ভুলে যায় কাঁচ ভাঙা
আওয়াজ;
জীবন! তোমার ইশারায়
ব্যালেন্স হারিয়ে
আজ বিষাক্ত!
তবু ভাঙা কাঁচে একবার
খণ্ডিত মুখে চিনে নিয়ো নিজেকে
নতুবা
স্টপ! গেম ইজ ওভার..........!!