অরণ্য মাঝে উন্মুক্ত বাতাস
প্রাণের স্পন্দনে একরাশ
পাহাড়ী ফুলের ফুটে ওঠা,
স্বচ্ছ মেঘে রৌদ্রের আলপনা
দূর দৃষ্টিতে নিপুন বীরঙ্গনা,
হৃদয়ে আছে বিশ্ব সংসার
বসন্তের কোকিল ডেকে ওঠে বারবার,
গঠনে তার সূর্য সম তেজ
চোখের গভীরে নীল সমুদ্র,
রাতের আকাশ ঠোঁটের হাসি খানি
চাঁদের মাঝে শ্রেষ্ঠ তারা খানি,
বাহুডোরে জন্ম জন্মান্তর
রক্তে আছে বিদ্রোহ প্রকোপ,
কথা তার অলঙ্কারে মাখা
শরীর জোড়া শীতল আবহাওয়া,
এমন প্রেমিক নেই যে কারোর আর
শুধু আছে আমার কবিতায়;
তাকে আমি রাখি হৃদয় মাঝে
হাজার তারার আলাপনে
তাকেই শুধু দেখি......!!