যবনিকার সমাপ্তি আর আলোর আবেশ
রঙ ছড়ানো পথের প্রত্যহ রূপ বদলের
অস্তিত্বে হারিয়ে যাচ্ছে সহবত,
দূরত্বের সীমারেখায় অচেনা হচ্ছে সম্পর্কে বাঁধন,আমি তুমি আমরা এই নিয়ে চলছে
আত্ম লড়াই, আত্ম ত্যাগের মোহ আজ
বোধহয় গল্পের গরু গাছে ওঠার মতোই ....
সময় আর চরিত্র রোজ নতুন
ভাগ যোগের উত্থানে বিয়োগের রাজত্ব,
আমি চাই, শুধুই আমি চাই
আমার চাওয়া আজ আকাশ ভেদ করে
নামিয়ে এনেছে মাটিতে,তবু শিকড় বিহীন
নড়বড়ে কাঠামো, এ পৃথিবী কার?
সবই তো একদিন ফেলে যেতে হবে
পরিচয় টুকু শুধুই রইবে!
অথবা সেটুকুতেও ঘুন ধরবে অচিরে!
তবে? শূন্যতা ...
তোমাকে শুধুই থাকতে হয় অতিথি বেশে
জীবনের কাঠগরায় কে নেবে
বিচারের ভাগ,
তুমি আমি আমরা নাকি আড়ালে লুকিয়ে থাকা" সে"!