পেরিয়েছি অনেক ইতিহাস
সাদা কালো অথবা বর্ণহীন,
অহম নয়, তোমাকে করেছি
পৃথিবী, আমি তো একজন,
সমুদ্রের তলদেশ চোখের
ইশারায় মেপেছি বহুবার,
জীবনের তল যে সীমাহীন
সমুদ্র ফিরিয়ে দেয় সব
জীবন শুধু স্মৃতির আড়ালে
মনের মরচে ধরা আসবাবে,
আজ যে দাবানল জ্বলছে
তার আগুনে তুমিও হয়ে উঠেছো
জোয়ালামুখী, বৃষ্টির ভাসমান
ধারা পেরেছি কি নেভাতে;
অদ্ভুত এ সংসার, অদ্ভুত কিছু ভুল
সবাই খেয়ালের হাওয়ায় গা ভাসিয়েছে,
শুধু আমি;
কিনারায় বসে আজও আগলে রেখেছি
আমার পৃথিবী........!!