পাওয়া না পাওয়ার হিসেবেও
রয়ে যায় প্রেম,
গল্পটা ঠিক এরকম, একটা সময় ছিলো
যেখানে চাঁদের বুকে একরাশ পাখি
তাদের ভালোবাসা দিয়ে বুনে ছিল ঘর,
ঝড় আসবে ভাবেনি তারা,
আজ তানপুরাটা সব রাগ ভুলেছে
অবহেলার মরচে পড়েছে তার শরীরে,
মেঘ কাটেনি,গোটা পৃথিবীটা কেমন যেন
বেসামাল, সূর্য ওঠে, জানলা দিয়ে রোদ আসে, আপন খেয়ালে ঘরকন্নার কাজ চলে,
তবু কোথাও যেন শূন্যতা!
এ সংকেত যেন অচেনা, সময় পদ্মপাতার
জলের মতোই বহমান, বহুদিন কিছু বলা হয়নি, সে ও তো সব কথায় ভুলেছে,
রঙিন স্বপ্নের বাসর, রঙিন চিত্রপট
আজ ফুল গাছ গুলোও হয়েছে আগাছা,
আমার ডাইরির শেষ পাতায়
যদি জীবন বেঁধে রাখা যেত
তবে হয়তো শেষ বলে কিছুই থাকতো না,
কলমের কালি আজ শুকিয়ে আছে,
তোমাদের কাছে তুলে দিলাম আমার
পত্রখানি, ইচ্ছেমতো শব্দ বসিয়ে
আমাকে জীবন দান করো,
ক্লান্ত ভালোবাসা আজ আমাকে পঙ্গু করেছে,
শরীর নয়, এহলো মনের মরণ,
মন মরেছে , সময় তুমি আর আমি কখন যে
হারিয়েছি জানা হলো না,
তবু সবটাই বহমান গতিশীল..........!!