ভূত বলছে ওগো পেত্নি
তোমাকে শুধু চাই,
পেত্নি বলে বিয়ের পরে
কোন গাছেতে ঠাঁই,
ভূত বলে বলতে পারো গাছটি কোথায় পাব?
মানুষ ভীড়ে সব গাছই যে শেষ হয়েছে তব,
পেত্নি বলে আর কিছু নয়
ঐ টি আমার চাই, যে গাছেতে আনন্দে
থাকবো যে সবাই,
ভূতের মাথায় পড়লো ভেঙে
বিপাকের আকাশ, ভেবে কূল পায়না
কি হবে শেষটাই, এতো ভিড়ে সপিংমলে
ঠাসা দুনিয়া, পোড়ো বাড়ী হানা বাড়ী
সব যে গোল্লায়, যাওবা ছিল দু এক খানা
পুরনো সব গাছ, তাও তো সব চুলোয় গেছে
মানুষের উত্পাত,
মানুষ হয়ে ছিলাম যখন তখনও সংকট
ভূত হয়েও বেজায় কেলো
মাথায় পড়ে বাজ,
পেত্নি তবু এক গুয়েমী ছাড়েনা কিছুতে
হয়তো এবার ভূতের প্রেমও বেজায় সংকটে!
ভূত বলে ওগো প্রিয়া
বেসমেন্টা ভালো, একবার তো দেখোয় এসে কত রকম আলো,
নিঝুম রাতে যখন কেউ আসবে ওখানে
দুটি মিলে ঘাড় মটকে খাব মজাতে,
পেত্নি বলে ওরে বাবা মানুষ মেরে খাব
দরকার নেই ওদের ভয়ে মোরা জড়োসড়,
দুনিয়াতে সবচেয়ে বড় মানুষ পশুর ভয়
ওদের কাছে ঘেসতে মোর প্রাণটা উড়ে যায়,
তার চেয়ে ভালো তুমি এবার অন্য পথে হাঁটো, এ জন্মের প্রেমটা নয় সিকেয় তুলে রাখো, অপেক্ষাতে থাকবো মোরা নতুন পৃথিবীর, দেখবে সময় ঘুরবে আবার
নবীন একটা দিন, সেই দিনেতে ভূত পেত্নির হবে বিবাহ সবাই মিলে উলু দেবে বাজবে শঙ্খ, ভোর হচ্ছে দেখো চেয়ে এবার তবে পালায়, একদিন ঠিক পাবে আমায় রাতের নীহারিকায়.....!!